27 December 2019

Aunt Jennifer's Tigers by Adrianne Rich - Bangla Translation

Aunt Jennifer's Tiger's
_______ Adrianne Rich


Bangla Translation

জেনিফার চাচির বাঘদের পর্দাজুড়ে গর্বিত চলাফেরা
 মণিরত্বের ঝিলিক ছড়িয়ে বিরাজমান তারা সবুজ জমিনে ।
গাছের তলায় আসীন মানুষকে ভয় নেই
 নিশ্চিতে ধীর পদক্ষেপে হাটে তারা বীরের ভঙ্গিতে I
 জেনিফার চাচির হাত দুটো বুনে চলে
উল হস্তীদন্তের সুচ ঊঠবে আর নামবে কঠোর শ্রমে ।
গুরুভার সেই বিয়ের আংটি চাচার
 ভারি হয়ে বসেছে চাচির হাতে ।
 যখন চাচি গত হবেন , শক্তিধর হাত পড়বে নুয়ে
 তখনো ধ্বনিত হবে সেই রীতি যার দাসত্ব করেছেন তিনি I
যে বাঘ তিনি তৈরী করেছেন ফ্রেমের মাঝে
গর্বিত আর নির্ভিকভারে এভাবেই এগিয়ে চলবে I

No comments:

Post a Comment