27 December 2019

A Prayer for My Daughter by W.B Yeats - Bangla Translation

A Prayer for My Daughter
                      _____________________W.B Yeats

          Bangla Translation



আরো একবার ঝড়াে হাওয়া
গর্জন করে উঠল, অর্ধ
লুকায়িত
দোলনার হুড ও চাদরের নীচে,
আমার শিশুটি ঘুমিয়ে আছে,
আসেপাশে নেই কোন বাধা বিপত্তি
শুধু গ্রেগরীর বনে আর উন্মুক্ত
পাহাড়ে রুদ্র রোষ তার
খড়ের গাদা আর ঘরের চলো
সমানকারী বাতাস ,
যা সৃষ্টি হয় আটলান্টিকে,
চলমান থাকতে পারে;
প্রায় ঘন্টাখানেক ধরে
হাটছি আর প্রার্থনা করছি
কঠিন ভারাক্রান্ত মনকে
ভারমুক্ত করতেই ৷
বহুক্ষণ প্রাণ ভরে , প্রার্থনা
করেছি শিশুটির তরে
আর ঝড়ের প্ৰলয় ধ্বনি
শুনেছি প্রাসাদের পরে ,
পুলের নীচে, পাইনের বনে,
বারবার
তীরও প্লাবিত হয়ে ঝড়াে
জলে একাকার ;
মগ্ন স্বপনে দেখি,
সমাগত প্রায় দ্বারপ্রান্তে ,
সেই কাল একান্তে :
রুদ্র বীণার ঝঙ্কারে , মাতাল
 নৃতাে উত্তাল করি বেদী
হন্তারক বেশে ,  শান্ত স্নিগ্ধ
সাগর বক্ষভেদী l
ঈশ্বর যেন রূপ দেন তারে
অপার
প্রার্থনা তারে না দেন যেন তিনি , রূপের অহঙ্কার
 আয়নাতে মুখ দেখে কভু যেন ,
সে মনে না করে
দেহে তার কত রূপ সে ধরে
, রূপের অহঙ্কার না যেন থাকে তার ,
না যেন করে তারে মমতা হীন
হৃদয় উৎসারি নিবেদনেও যেন
 সে না থাকে আলীন
নিবেদিত নিখাদ প্রেমকে
যেন পাত্র না করে অবজ্ঞার ।
ঈশ্বর নিজ হাতে গড়েছিলেন
যারে এক কালে ,
সেই হোলনেরও অপার দুঃখ
ছিল ভালে ,
আফ্রোদিতিকে  গড়েছিলেন , ঈশ্বর আপন মনে পিতৃহীনা সে যেন জিতে
যায় জীবন রণে
বিকলাঙ্গ এক যুবককে হৃদয়
দেয় যে সব রূপসীরাই ভুল করে
জীবনে , নিশ্চিত
রুপের আশীর্বাদ শেষে ফল
করে বিপরীত
রুপের প্রাচুর্য শূন্যে মিলায়
অবশেষে ।
জীবন থেকে জেনেছি ,
বিনয়ই শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসা অর্জনের , যদিও
রূপ ঈশ্বরের আশীর্বাদ
রূপহীনা বহু নারী , করেছে হৃদয় জয়
রূপের মোহে বহু জন পথ
খুঁজেছে মূর্থতায়
রুপের মোহ কেটেছে
অনেকের , অনেক পরে
কত অভাগা রূপের মোহকে
প্রেম ভেবেছে
নিজে ভালোবেসে বুঝেছে,
সেও বুঝি ভালবেসেছে
মরেছে সে কৃপাদৃষ্টিকে
প্রেম মনে করে I
প্রার্থনা আমার , পত্রে
পুষ্প শোভিত হোক অন্তর আত্মজার
কোমল , শোভনে শোভিত
হোক অন্তর তার ,
জনহিত চিন্তা , কর্মে না জড়াক কন্যাটি অকারণ,
না থাকুক পাশে তার প্ৰশংসার প্লাবন ,
সোল্লাসে না জড়াক, অকারণ উৎপাতে
না ছুটুক , অকারণ কোনো বিবাদের পিছু
পেলব , পবিত্র থাকে যেন তার সব কিছু
অচঞ্চল, থাকে যেন কাল ধারার সাথে ।
অলক্ষে, অন্তরে আমার অপার বেদনা বোধ,
কেন , রূপাকাঙক্ষায় গড়তে পারিনি প্রতিরোধ?
কিছু দিন সমৃদ্ধ ছিল বটে ,
এখন মৃত প্রায় ।
এখন পুড়ে মরি সেই শোচনায় ৷
ঘৃণাই কুমতির সেরা জানি সে কথা
মনে যদি না থাকে ঘৃণা বা ঘোর প্রতিশোধ
এসবের আবর্তে যদি না পড়ে মানব বোধ
কভু হারায় না, মনের পবিত্রতা I
সচেতন ঘৃণাবোধ, ঘৃণ্যতম বলা হয়
আত্মজাটির মনে যেন সদা এ বোধটি রয় ।
আমি কী দেখিনি সে রূপসীর কর্ম
ধনীর ঘরে ছিল যার জন্ম
মনে তার ছিল সে এক
সংস্কার
সংস্কারেই ফেলে দিল তার সম্পদ সব
বুদ্ধিমানেরা ভারত; এসব
নিম্ফল কলরব
কোনো এক আক্রোশে সব সে
করে পরিহার ?
মন থেকে সব ঘৃণা যদি ঝেড়ে
 ফেলে আত্মজা আমার,
স্নিগ্ধ, শান্ত , সুখে পূর্ণ হবে
জীবনটি তার
অবশেষে জানবে সে , এতেই
 অসীম সুখ জীবনে ,
তৃপ্ত , সমাহিত থাকবে সে
আপন মনে ,
তৃপ্ত মানসই দীপ্ত , স্বর্গ
সুখের আলোকে
কুঞ্চিত মুখে যা কিছুই বলুক
না লোকে ,
বা জীবনে যা কিছুই থাক
ক্ষোভের উৎস
জীবনে যত থাক ঝড় , সব
 তার কাছে তুচ্ছ !
কন্যাটি আমার যেন পায়
ভালো ঘর, বর
ধনে, মানে পূর্ণ থাকে যেন
 ঘরটি তার ;
দুর্বিনয় , ঘৃণা বোধ সুখের
অন্তরায়
তবু জীবনে তাই ঘটে যায়৷
কিন্তু কিভাবে, প্রথা
আর অনুষ্ঠানে
নির্মলতা আর সৌন্দর্য
সৃষ্টি হয় কি?
অনুষ্ঠানের নাম’গুলো শুধু
অন্তঃসারশূন্য ধনীদের জন্যে:
আর প্রথা বংশতালিকা
ছড়ানোর তরে৷

No comments:

Post a Comment